ফ্লাটার হল একটি ক্রস–প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যা ডার্ট প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। ডার্টআইটি একটি গুগল–ব্র্যান্ডেড প্রোগ্রামিং ভাষা যা কোড লেখা সহজ করে তোলে এবং এটি Android, iOS এবং অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করার জন্য রূপান্তর করা যেতে পারে। আমাদের ফ্লাটার কোর্স স্ক্র্যাচ থেকে একটি অ্যাপের বিকাশের উপর ফোকাস করে। আমাদের ফ্লাটার বিশেষজ্ঞরা শিখাবেন কিভাবে ধাপে ধাপে একটি অ্যাপ তৈরি করতে হয়। এই কোর্সের মাধ্যমে, আপনি Flutter & dart-এর কার্যকারিতার গভীরে যেতে সক্ষম হবেন। এই কোর্সটি শিক্ষার্থীকে একজন এডভান্সড ডেভেলপার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ফ্লাটার এর মাধ্যমে তৈরিকৃত অ্যাপ যেকোন অ্যাপ প্লাটফর্মে ব্যবহার করা যাবে ।
ফ্লাটার কেন শিখবেন?
ফ্লাটার বিভিন্ন ব্রাউজারকে সমর্থন করে, কারণ ফ্লাটার ফ্রেমওয়ার্কে একটি কম্পাইলার রয়েছে যা ডার্ট কোডকে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করে। এমন আরও অনেক কারণ রয়েছে। প্রোগ্রামিংকে নিরাপদ এবং আরও দক্ষ করে তুলতে সাহায্য করার জন্য অনেক বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে। এর মধ্যে কয়েকটি হল নিরাপদ টাইপিং, Aot মোড, ফ্লেক্সিবল কম্পাইলেশন এবং এক্সিকিউশন এবং ব্লক ছাড়াই চালানো প্রোগ্রাম।
আমাদের এর ফ্লাটার কোর্স কেন করবেন?
১. আমাদের কোর্সটি সম্পুর্ন লাইভ কোর্স । রেগুলার ক্লাস ও ইন্সট্রাক্টর এর সাথে ইন্টারেকশন এর মাধ্যমে এই কোর্স সম্পন্ন করা হবে । প্রিরেকর্ডেড কোর্স এর ক্ষেত্রে দেখা যায় একদিন ক্লাস করলে পরেরদিন আর করা হয় না । লাইভ কোর্সে প্রোক্যাস্টিনেশনের সেই সুযোগ আর থাকে না।
২. আমাদের ক্লাসগুলো খুবই নিবিড় তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে । প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩ জন শিক্ষার্থী থাকবে।
৩. আমাদের এই কোর্স শুরু করব একদম অ, আ থেকে । ধাপে ধাপে শিক্ষার্থীর ডেভেলপমেন্ট এর সাথে কোর্স এগিয়ে নেওয়া হবে ।
৪. শেখানোর পাশাপাশি এসাইনমেন্ট হিসেবে আমরা রেগুলার কিছু প্রোজেক্টের কাজ করব । যা কিনা পরবর্তীতে আপনার পোর্টফোলিওতে সংযুক্ত করতে পারবেন ।
৫. আমাদের ক্লাস গুলো সম্পুর্ন কোর্স আউটলাইন ফলো করে কন্ডাক্ট করা হবে । যেকোন সমস্যা সমাধানে আমাদের ইন্সট্রাকটর সর্বদা সাহায্য করবেন।
৬. কোর্স শেষে আমাদের সাথে ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে।
৭. এর পাশাপাশি কোর্স সম্পন্ন করার সনদ প্রদান করা হবে।
Want to receive push notifications for all major on-site activities?