বাংলাদেশ আর্ট অলিম্পিয়াড ২০২৩

Shape Image One
  • October 25, 2023 - November 30, 2023
  • অনলাইন
  • 12:00 am - 12:00 am

বাংলাদেশ আর্ট অলিম্পিয়াড ২০২৩

বয়স: ০৮ থেকে ১২

বিষয়: আমার প্রিয় খেলা/বাংলাদেশের খেলা

জমা দেয়ার শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩

 

অংশ নেয়ার নিয়ম:

বাংলাদেশ আর্ট অলিম্পিয়াডে অংশ নেয়ার জন্য ০৮ থেকে ১২ বছরের যে কোন শিশু তার প্রিয় খেলা বা বাংলাদেশের কোন একটি খেলার উপর যে কোন ছবি অংকন করে জমা দিতে পারবে। তাছাড়া কোন ক্রাফটস বা ভাস্কর্যও গ্রহন যোগ্য হবে যদি তা বিষয়বস্তুর সাথে মিল রেখে সৃজন করা হয়।

ছবির ক্ষেত্রে তার সাইজ হবে সর্বোচ্চ ১১.৭ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চি (A3)। ছবিটি ভার্টিক্যাল বা হরিজনটাল দুভাবেই হতে পারে। ছবিটি কাগজের উপর বা যে কোন মিডিয়ামের উপর (যেমন ক্যানভাস/কাপড় ইত্যাদি) হতে পারে। শুধুমাত্র সাইজ এর গাইডলাইনটি মেনে চলতে হবে। রং ব্যবহারের ক্ষেত্রেও যে কোন ধরনের রং ব্যবহার করা যেতে পারে।

 

ছবি জমা দেয়ার নিয়ম:

ছবিগুলো অনলাইনে জমা করতে হবে। এখানে নির্ধারিত ফর্ম পূরণ করে ছবি আপলোড করতে হবে। শিশুর অংকিত চিত্রের খুব সুন্দর ভাবে একটি ছবি তুলে এবং চিত্র সহ শিশুর একটি ছবি আপলোড করবেন। ভুল ভাবে আপলোড করার জন্য কোন ছবি সিলেক্টেড না হলে এর জন্য আয়োজকগন দায়ী থাকবেন না। ছবি দুটি এবং ফর্ম আপলোড হয়ে গেলে ছবিগুলো গ্যালারিতে দেখা যাবে। গ্যালারিতে ছবি দেখা গেলেই বুঝতে হবে ছবি সঠিক ভাবে আপলোড হয়েছে। না হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

জমাকৃত ছবিগুলো থেকে ৫০ টি ছবি আমার বাছাই করব এবং সুবিধাজনক সময়ে সেই ছবিগুলো নিয়ে ঢাকায় এক্সিভিশন হবে। আর টপ ১৫ টি ছবি আমরা প্রেরণ করব আন্তর্জাতিক আর্ট অলিম্পিয়াডে অংশ নেয়ার জন্য। যেহেতু আপনার শিশুর ছবিটিও আন্তর্জাতিক আর্ট অলিম্পিয়াডে অংশ নেয়ার সুযোগ পেতে পারে তাই ছবিটির বিষয়বস্তু ও অন্যান্য নিয়মগুলো সঠিক ভাবে মেনে চলার অনুরোধ করছি।

প্রাথমিক ভাবে বাছাইকৃত ছবিগুলো আমরা ফোন করে আমাদের কাছে পাঠিয়ে দেয়ার অনুরোধ করব। তখন আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। আমাদের কাছে পাঠানো ছবিগুলোকে ফেরত দেয়া হবে না। তাই যারা ছবি পাঠাবেন দয়া করে বিষয়টি মেনে নিয়েই পাঠাবেন। এই ছবিগুলো পরবর্তীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যানে “আর্ট ক্রিয়েটস হোপ” উদ্যোগে অনুদান হিসেবে দিয়ে দেয়া হবে।

এক্সিবিশনে যে ছবিগুলো প্রদর্শিত হবে তাদের সকলেই সার্টিফিকেট পাবে এবং তার মধ্য থেকে সবচেয়ে সেরা ৫ টি ছবিকে আলাদা ভাবে পুরষ্কৃত করা হবে।

  • ফি: ফ্রী
  • Total Slot: 0
  • মোট জমা: 188

জমা দেয়ার সময় শেষ



জমা কৃত সকল ছবি