অনলাইনে শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ০৩

Shape Image One
  • May 1, 2022 - May 31, 2022
  • প্রতিযোগীতাটি সমাপ্ত
  • 12:00 am - 11:00 pm

সকল অংশগ্রহনকারীকে ধন্যবাদ।

আগামী ১৫ দিনের মধ্যে প্রতিযোগীতার ফলাফল এই ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেইজ এ জানিয়ে দেয়া হবে।

 

*অনলাইনে শিশু চিত্রাংকন প্রতিযোগীতা ০৩*
*০১ মে থেকে ৩১ মে ২০২২ পর্যন্ত*
*বিষয়: উন্মুক্ত*

*অংশ নেবার নিয়ম:*
শিশুরা তাদের পছন্দমত যে কোন বিষয়ে ছবি অংকন করে জমা করতে পারবে। ছবির বিষয়বস্তু, মান ও শিশুর বয়স বিবেচনায় এনে বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতিযোগীতা ২ টি বিভাগে অনুষ্ঠিত হবে।
১. ক বিভাগ: বয়স ০৪ – ০৮ বছর
২. খ বিভাগ: বয়স ০৯ – ১২ বছর

*ছবি জমা দেয়ার নিয়ম:*
প্রতিবার ফেসবুকের মাধ্যমে ছবি জমা নিলেও এই বার বিচার কার্য সহজ ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য এবং ছবি জমাদান প্রক্রিয়া আরও আধুনিক করার জন্য আমরা সুপার কিডের ওয়েবসাইটের মাধ্যমে ছবি জমা দেয়ার ব্যবস্থা করেছি।
অনুগ্রহ করে জমা দেওয়ার ফর্মটি যথাযথ ভাবে পূরণ করুন। শিশুর অংকিত ছবি এবং ছবি অংকনরত অবস্থায় শিশুর ছবি আপলোড করুন। তারপর জমা করে দিন।
প্রতিযোগীতার সময় শেষ হবার পর বিচারকগন ছবি বাছাই করে বিজয়ী ঘোষনা করবেন। বিজয়ীদের তালিকা ফেসবুকে এবং এই ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তাছাড়া অভিভাবকদের ফোন করেও জানিয়ে দেয়া হবে। পাশাপাশি আমরা সকল ছবি আমাদের ফেসবুক গ্রুপে ও পেইজে আপলোড করে দিব।
*প্রত্যেক বিজয়ীর জন্য থাকবে পুরস্কার।*

  • ফি: ফ্রী
  • Total Slot: 2000
  • মোট জমা: 188

জমা দেয়ার সময় শেষ



জমা কৃত সকল ছবি